বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পর্যটন নগরে চালু বিআরটিসির দ্বিতল বাস

  • প্রতিনিধি, কক্সবাজার   
  • ২৩ ডিসেম্বর, ২০২৩ ০৯:৫৩

দ্বিতল প্রত্যেক বাসের আসন ৭৫টি। রেলওয়ে স্টেশন থেকে ডলফিন মোড়ে জনপ্রতি ভাড়া ১৫ টাকা। এ ছাড়া সুগন্ধা মোড় পর্যন্ত ২০, লাবনী মোড় পর্যন্ত ২৫, হলিডে মোড় পর্যন্ত ৩০ এবং ঘুনগাছতলা পর্যন্ত যাত্রীপ্রতি ৩৫ টাকা ভাড়া নেয়া হবে।

পর্যটনের নগর কক্সবাজারে শুক্রবার চালু হয়েছে বিআরটিসির দ্বিতল সিটি বাস সার্ভিস।

বাসগুলোকে ট্যুরিস্ট বাস নাম দিলেও এগুলোতে স্থানীয়রাও চড়তে পারবেন।

কক্সবাজার শহরের আইকনিক রেলওয়ে স্টেশন থেকে শহীদ সরণি মোড় তথা ঘুনগাছতলা পর্যন্ত নিয়মিত চলাচল করবে বাসগুলো।

দ্বিতল প্রত্যেক বাসের আসন ৭৫টি। রেলওয়ে স্টেশন থেকে ডলফিন মোড়ে জনপ্রতি ভাড়া ১৫ টাকা। এ ছাড়া সুগন্ধা মোড় পর্যন্ত ২০, লাবনী মোড় পর্যন্ত ২৫, হলিডে মোড় পর্যন্ত ৩০ এবং ঘুনগাছতলা পর্যন্ত যাত্রীপ্রতি ৩৫ টাকা ভাড়া নেয়া হবে।

চালুর দিনেই যাত্রীতে পরিপূর্ণ ছিল বাসগুলো। যাত্রীরা বলছেন, রাষ্ট্রীয় এমন সেবার মাধ্যমে কমবে অটোচালকদের দৌরাত্ম্য।

যাত্রীদের একজন বলেন, ‘রেলওয়ে স্টেশন থেকে ডলফিন মোড় যেতে চাইলে অটোওয়ালা দেড় শ থেকে ২০০ টাকা ভাড়া চেয়ে বসেন, আমাদের ক্ষেত্রে যা বহন করা খুবই ব্যয়বহুল। বিআরটিসির এ সার্ভিস খুব ভালো উদ্যোগ। আমরা এমন উদ্যোগকে স্বাগত জানাই।’

কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মোহাম্মদ মাসুদ রানা বলেন, ‘কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রেনের যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, সে কারণেই সার্ভিসটি চালু করা হয়েছে, যেখানে নামমাত্র মূল্যে পর্যটকরা কক্সবাজার শহরে যাতায়াত করতে পারবেন।’

তিনি জানান, কক্সবাজারের মেরিন ড্রাইভে বিআরটিসির ছাদখোলা বাস সার্ভিস চালু হচ্ছে শিগগরিই।

এ বিভাগের আরো খবর