আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন জাতীয় পার্টির রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী জাকির হোসেন।
তিনি দলীয় প্রতীক নিলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় তার নির্বাচনি অফিসে শুক্রবার রাত ৮টার দিকে সাংবাদিকদের সামনে তিনি এ ঘোষণা দেন।
ওই সময় তিনি বলেন, ‘১৭ ডিসেম্বর পর্যন্ত মাঠে ছিলাম। বেশ কয়েকটি নির্বাচনি অফিস করা হয়েছিল। নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছিল, কিন্তু ১৭ ডিসেম্বর বিকেল ৪টার পর থেকে সব শেষ হয়ে গেছে।
‘জাতীয় পার্টির নেতা জি এম কাদের স্যার মাঠে নেই। তার কোনো নির্দেশনাও পাওয়া যাচ্ছে না।’
২৬টি আসন ভাগাভাগির প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘জি এম কাদের স্যার ভিক্ষার দান প্রত্যাখান করেছেন। এখন যেহেতু প্রত্যাহারের সুযোগ নেই, তাই ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি এই মুহূর্তে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিচ্ছি।’
তার কোনো নেতা-কর্মী মাঠে নেই বলেও জানান তিনি।