বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিল্লায় হামলায় আহত স্বতন্ত্র প্রার্থীর ১২ কর্মী

  • প্রতিনিধি, কুমিল্লা   
  • ২৩ ডিসেম্বর, ২০২৩ ০৯:০৫

অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী প্রাণ গোপাল দত্তের চান্দিনা পৌরসভার নির্বাচনি সমন্বয়ক সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম বলেন, ‘তারা যেসব কর্মী-সমর্থকদের নাম উল্লেখ করে অভিযোগ করেছে তাদের কাউকে চিনি না। শুধু একজনকে চিনেছি, যার নাম জসিম। সে হারং নির্বাচনি অফিসের দায়িত্বে আছে।’

কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটুর কর্মীদের ওপর হামলার ঘটনায় ১২ জন কর্মী আহত হয়েছেন।

নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপালের কর্মীরা এ হামলা করেছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্রের কর্মীরা। ওই সময় পৌর মেয়রের ছেলের গাড়ি ভাঙচুর ও কয়েক রাউন্ড গুলিবর্ষণ হয়।

হারং এলাকায় শুক্রবার সন্ধ্যায় ঈগলের প্রচারণার সময় এ ঘটনা ঘটে।

এতে হারংয়ের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজমুলসহ চার থেকে পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুল মবিন এবং পৌর যুব লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জয় দত্ত।

কাউন্সিলর নাজমুল বলেন, ‘আমরা ঈগল প্রতীকের প্রচারণায় যাওয়ার সময় চারদিক থেকে হামলা করে। হামলাকারীদের মধ্যে এখানকার জসিম, সোহাগ, রাসেল, সুমন, কামালকে আমরা চিনতে পেরেছি। আমাদের পিটিয়ে তারা আহত করেছে।’

চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সালেহ মাহমুদ লেনিন বলেন, ‘হারং এলাকায় আমরা গণসংযোগ করার সময় নৌকা প্রতীকের কর্মীরা আমাদের পেটায়। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হই।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী প্রাণ গোপাল দত্তের চান্দিনা পৌরসভার নির্বাচনি সমন্বয়ক সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম বলেন, ‘সন্ধ্যায় আমি আমাদের প্রার্থীর সঙ্গে নির্বাচনি সভায় উপস্থিত ছিলাম। ওই সময় শুনেছি হারং এলাকায় আমাদের নির্বাচনি অফিসের সামনে আমাদের প্রার্থী ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটুর সমর্থক। এ নিয়ে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আমাদের অন্তত ছয় থেকে সাতজন কর্মী আহত হন।

তিনি বলেন, ‘তারা যেসব কর্মী-সমর্থকদের নাম উল্লেখ করে অভিযোগ করেছে তাদের কাউকে চিনি না। শুধু একজনকে চিনেছি, যার নাম জসিম। সে হারং নির্বাচনি অফিসের দায়িত্বে আছে। এ বিষয়ে আমরা পরে আইনি ব্যবস্থা নেব।’

চান্দিনা থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, ‘ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর