মুন্সীগঞ্জের গজারিয়ায় ৮ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটককৃত প্রৌঢ়ের নাম সুলতান। তিনি গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ফরায়েজী কান্দি গ্রামের মৃত ঝুনু মিয়ার ছেলে।
ভুক্তভোগী ওই শিশুর বাবা জানান, তিনি অত্যন্ত দরিদ্র; স্বামী-স্ত্রী দুজনেই দিনমজুর। মধ্য বাউশিয়া গ্রামে সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন তিনি। স্বামী-স্ত্রী দুজনেই কাজে চলে গেলে তাদের আট বছর বয়সী মেয়েটি একা বাসায় থাকে। অন্যান্য দিনের মতো তারা কাজে চলে গেলে গত শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনে দেয়ার কথা বলে সুলতান শিশুটিকে পাখির মোড় এলাকায় নিয়ে যান। সেখানে একটি স্যানিটারি দোকানের পেছনের বাগানের নিয়ে তিনি শিশুটির ওপর শারীরিক নির্যাতন চালান। সেখান থেকে বাসায় ফিরে শিশুটি তার বাবা-মাকে সবকিছু খুলে বললে তারা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানান। গ্রাম্য সালিশ বৈঠকে বিষয়টি সমাধান করার কথা ছিল, তবে সেখানে সমাধান না হওয়ায় এক সপ্তাহ পর শুক্রবার থানায় লিখিত অভিযোগ দেন তিনি।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি রাজিব খান বলেন, ‘থানায় অভিযোগ করার পর পুলিশ অভিযুক্তকে আটক করেছে। আমরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছি, পরে বিস্তারিত জানানো হবে।’