বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিখোঁজের তিন দিন পর পুকুরে শিশুর মরদেহ, মুখে আঘাতের চিহ্ন

  • প্রতিনিধি, আনোয়ারা ও বাঁশখালী (চট্টগ্রাম)   
  • ২২ ডিসেম্বর, ২০২৩ ১১:৪০

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। সুরতহাল প্রতিবেদন আসলে ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে।’

চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে শিশু তাহমিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুঁইছড়ি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি আবদুর পাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাণ হারানো পাঁচ বছর বয়সী তাহমিম একই এলাকার নুরুল আলমের ছেলে।

তাহমিমের চাচা মাস্টার আবদুর রহিম জানান, গত ১৯ ডিসেম্বর দুপুর ১টা থেকে তাকে খুঁজে না পেয়ে থানায় জিডি করা হয়েছিল। তার সন্ধান চেয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হয়।

তাহমিমের ফুফা এমরানুল হক জানান, বাড়ির পুকুরে শিশুটিকে মৃত রক্তাক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে আগের রাতে হত্যা করে শিশুটিকে পুকুরে ফেলে দেয়া হয়েছে। তার মুখে স্কচটেপ লাগানো ছিল।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, ‘নিখোঁজের তিন দিন পর গতকালকে জিডি করেছিল পরিবার। আজকে (বৃহস্পতিবার) ওই শিশুর মরদেহ পুকুরে ভেসে উঠেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। সুরতহাল প্রতিবেদন আসলে ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে।’

এ বিভাগের আরো খবর