বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সর্বনিম্ন তাপমাত্রায় টানা ৬ দিন ধরে কাঁপছে পঞ্চগড়

  • প্রতিনিধি, পঞ্চগড়    
  • ২১ ডিসেম্বর, ২০২৩ ১২:১৫

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, ‘এ জেলা থেকে হিমালয় অনেক কাছে অবস্থিত হওয়ার কারণে প্রতি বছর তাপমাত্রা হ্রাস পায় এবং শীতের তীব্রতা বেশি থাকে। যে তাপমাত্রা বিরাজ করছে তা আরও হ্রাস পাবে এবং শীতের প্রকোপও বৃদ্ধি পাবে। টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে।’

কখনও হিমেল বাতাস, কখনও সূর্যের লুকোচুরি, কখনও কনকনে শীত আবার সন্ধ্যার পর শিশির বিন্দু। এমন পরিবেশ বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। এ জেলা থেকে হিমালয়ের অবস্থা খুব কাছাকাছি হওয়ার কারণে প্রতি বছর এমন পরিবেশ বিরাজ করছে। এ সময়ে আবহাওয়ার এমন পরিবর্তনের ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের।

গরম কাপড়ের অভাব না থাকলেও রয়েছে পেটের ক্ষুধা, সংসারের চাপ আর কিস্তির টাকা পরিশোধের দুশ্চিন্তা। দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। ভোরে সূর্যের রোদ ছড়ালেও কমেনি হাড়কাঁপানো শীতের দাপট। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঠান্ডায় কাবু এখানকার মানুষ।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় এখানে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এ নিয়ে টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ে।

এদিকে শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে সকালেই কাজে যেতে দেখা যায় এ অঞ্চলের শ্রমজীবী মানুষদের। পাথর শ্রমিকরা নদীতে ঠান্ডা পানির মধ্যেই নেমে পড়েন কাজে।

অপরদিকে শীতের কারণে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগ ব্যাধি। চিকিৎকরা শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, বিকেলের পর হিমেল বাতাসে সন্ধ্যার পর থেকে শীতের মাত্রাটা বেশি বাড়ে এখানে। রাত বাড়তে থাকলে শীতও বৃদ্ধি পায় অধিক হারে। তবে সকাল ১০টা থেকেই তাপমাত্রা বেড়ে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকছে।

জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ভ্যানচালক কুনিল চন্দ্র রায় বলেন, ‘শীতকাল আসলে আমাদের আয় কমে যায়। একদিকে সাপ্তাহিক কিস্তি আরেক দিকে সংসারের ব্যয়। ফলে আমাদের অনেক কষ্টে দিন কাটাতে হচ্ছে।’

একই কথা বলেন পাথর উত্তোলন শ্রমিক হাকিম উদ্দিন। তিনি বলেন, ‘নদীতে ডুবে পাথর কুড়িয়ে আমাদের সংসার চলে। গত কয়েক দিন ধরে শীতের কারণে নদীর পানিও অনেক ঠান্ডা। ঠিকমতো কাজ করতে না পারায় আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।’

পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ‘প্রতি বছর এ জেলায় শীত বেশি থাকে। এবারও শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শীতবস্ত্র চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। যারা প্রকৃত গরিব, অসহায় ও শীতার্ত তাদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, ‘এ জেলা থেকে হিমালয় অনেক কাছে অবস্থিত হওয়ার কারণে প্রতি বছর তাপমাত্রা হ্রাস পায় এবং শীতের তীব্রতা বেশি থাকে। যে তাপমাত্রা বিরাজ করছে তা আরও হ্রাস পাবে এবং শীতের প্রকোপও বৃদ্ধি পাবে। টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে।’

এর আগে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, রোববার ১০ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এ বিভাগের আরো খবর