বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিল্লায় মাদক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

  • প্রতিনিধি, কুমিল্লা   
  • ২১ ডিসেম্বর, ২০২৩ ১২:১৪

দাউদকান্দি মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, ‘মরদেহের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।’

কুমিল্লার দাউদকান্দিতে একাধিক মাদক মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।

উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত ৪৫ বছর বয়সী রুহুল আমিন মোল্লা পাশ্ববর্তী জায়গীর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে দাউদকান্দি মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, ‘বুধবার রাত ১১টার দিকে গ্রামের রাস্তায় রুহুল আমিনের মরদেহ দেখতে পায় এলাকার লোকজন। রাত ১টার দিকে আমরা (পুলিশ) ঘটনাস্থলে যাই। ওই ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।’ তিনি আরও বলেন, ‘রুহুল আমিন মোল্লার নামে থানায় ৮ থেকে ৯টি মাদকের মামলা রয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর