কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, গত অক্টোবর মাসে কমলগঞ্জ থানায় দায়ের করা পুলিশ অ্যাসল্ট মামলার আসামি হিসেবে সৈয়দ জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের ওপর হামলা মামলার আসামি পৌর কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে।
কামারগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে মঙ্গলবার রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করে কমলগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার সৈয়দ জামাল হোসেন কমলগঞ্জ পৌরসভার কামারগাঁও এলাকার বাসিন্দা এবং পৌর যুবদলের আহ্বায়ক। একইসঙ্গে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবের ঘনিষ্ঠজন বলে এলাকায় পরিচিতি রয়েছে।
কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, গত অক্টোবর মাসে কমলগঞ্জ থানায় দায়ের করা পুলিশ অ্যাসল্ট মামলার আসামি হিসেবে সৈয়দ জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।