বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উপাচার্য উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশনে যাচ্ছে চবি শিক্ষক সমিতি

  • প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়   
  • ২০ ডিসেম্বর, ২০২৩ ১৬:৪৭

চবির বঙ্গবন্ধু চত্বরে বুধবার তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক সমিতির নেতা ও সদস্যরা। এ কর্মসূচি শেষে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত প্রতীকী গণঅনশনের ঘোষণা দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।

উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি শেষে বৃহস্পতিবার প্রতীকী গণ-অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

চবির বঙ্গবন্ধু চত্বরে বুধবার তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক সমিতির নেতা ও সদস্যরা।

এ কর্মসূচি শেষে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত প্রতীকী গণঅনশনের ঘোষণা দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।

আইন ও বাংলা বিভাগে শিক্ষক নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে গত রোববার উপাচার্যের কাছে যায় চবি শিক্ষক সমিতি। তাদের অভিযোগ, শিক্ষক নিয়োগে বিভাগের পরিকল্পনা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের লঙ্ঘন, তবে ওই দিন দাবি না মানায় উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে টানা আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি।

শিক্ষক সমতির দাবি, তারা এখনও উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে অটল। এ দাবি আদায়ে কর্মসূচি চলবে।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক বলেন, ‘আমরা তিন দিন অবস্থান কর্মসূচি পালন করেছি। আমাদের দাবি এখন একটাই। সেটি হলো উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ।

‘সে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি চলবে। আগামীকাল (বৃহস্পতিবার) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত আমাদের প্রতীকী অনশন। এরপর আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

এ বিভাগের আরো খবর