কুমিল্লার দেবিদ্বারে নৌকা প্রতীকের নির্বাচনি অফিস উদ্বোধন ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে নৌকার সমর্থক এক তরুণকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে।
উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর জাহাঙ্গীর মার্কেটে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত ১৬ বছর বয়সী শাহ পরান ঘটনাস্থল গোপালনগরের স্থানীয় বাসিন্দা।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজি মোহাম্মদ ফখরুলের নৌকা প্রতীকের অফিস উদ্বোধন শেষে তাবারক বিতরণকালে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ সমর্থক রিপন ভূইয়া ছুরি নিয়ে শাহ পরানকে আক্রমণ চালালে তার পেটের ভুড়ি বের হয়ে যায়। আহত শাহ পরানকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিক্যালে পাঠানো হয়েছে।
আহত শাহ পরানের চাচা মো. জাকির হোসেন বলেন, ‘বিকেলে নৌকার পোস্টার টানালে তা ছিঁড়ে ফেলেন স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক রিপন ভূইয়া। এ সময় তার সঙ্গে নৌকার সমর্থক শাহ পরানের বাকবিতণ্ডা হয়৷ সন্ধ্যায় নৌকা প্রতীকের ওয়ার্ড নির্বাচনি অফিস উদ্বোধন শেষে দোয়া ও তাবারক বিতরণের সময় প্রতিবেশী রিপন ভূইয়া হঠাৎ শাহ পরানকে ছুরিকাঘাত করে।’
এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, ‘নির্বাচনি পোস্টার ছেঁড়া ও অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে স্থানীয় সূত্রে জেনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’