আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েই আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। ভোটারদের কাছে ছুটতে শুরু করেছেন নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন দলের প্রার্থী ও কর্মী-সমর্থকরা। প্রচারে পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরাও।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ। প্রচারণা চালানো যাবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
সোমবার সকাল থেকে বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ভোটে অংশ নেয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। তার পর থেকে শুরু হয়েছে এসব প্রার্থীর সরব প্রচারণা ও কর্মী-সমর্থকদের দৌড়ঝাঁপ।
নারায়ণগঞ্জ
আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ ভোটে লড়বেন ৩৪ জন প্রার্থী। এর মধ্যে সর্বোচ্চ নারায়ণগঞ্জ-১ আসনে ৯ জন প্রার্থী আর সর্বনিম্ন নারায়ণগঞ্জ-৫ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোমবার সকাল ১০টা থেকে তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। প্রতীক বরাদ্দের পরপরই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন প্রার্থীরা।
গোপালগঞ্জ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্য নৌকা প্রতীক বরাদ্দ করে তা তুলে দেয়া হয় তার প্রধান নির্বাচনি এজেন্ট ও নির্বাচনি এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দোকারের হাতে। এ আসনে শেখ হাসিনাসহ ছয়জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কুমিল্লা
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান সোমবার সকাল ১০টা থেকে এ জেলার সংসদীয় আসনগুলো প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া শুরু করেন।
যাচাই-বাছাই ও নির্বাচন কমিশনে আপিল আবেদন শেষে কুমিল্লার ১১টি আসনে মোট ৮৮ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। তবে যারা উচ্চ আদালতে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছেন, কমিশনের নিয়ম অনুযায়ী তাদের পরবর্তীতে প্রতীক দেয়া হবে। সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যাটা আরও বাড়তে পারে।
বরিশাল
বরিশালের ৬টি আসনে চূড়ান্তভাবে টিকে থাকা ৩৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেছেন রিটার্নিং কর্মকর্তা।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রার্থীদের অনুকূলে বরাদ্দকৃত প্রতীক ঘোষণা করেন।
কক্সবাজার
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কক্সবাজারের চারটি সংসদীয় আসনে ২৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার মুহম্মদ শাহীন ইমরান সোমবার সকালে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
মেহেরপুর
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরে দুটি সংসদীয় আসনের জন্য ১৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
মেহেরপুর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শামীম হাসান সোমবার সকালে প্রতীক বরাদ্দ দেয়ার কথা জানান।
শেরপুর
শেরপুরে ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ডিসি অফিস কার্যালয়ে সোমবার সকালে প্রতীক বরাদ্দ করেন।
সিরাজগঞ্জ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জে ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন দলের মোট ২৯ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান সোমবার সকালে জেলার ছয়টি আসনে বিভিন্ন দলের ২৯ জন প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেন।
নাটোর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সোমবার সকালে প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিরা তাদের প্রতীক গ্রহণ করেন।
এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থীরা মোট ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া গাইবান্ধার পাঁচটি আসনে ৩৪ জন, পঞ্চগড়ে ১০ জন, সুনামগঞ্জে ২৯ জন, পাবনার পাঁচটি আসনে মোট ৩১ জন, পটুয়াখালী চার আসনে ২২ জন, কুড়িগ্রামে চারটি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়ার খবর পাওয়া গেছে।
গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার। এদিন মোট ৩৪৭ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে ভোটের লড়াইয়ে প্রার্থীর সংখ্যা দাঁড়ায় এক হাজার ৮৯৬ জনে।
উল্লেখ্য, বরাবারের মতো জোট শরিকদের নিয়ে আওয়ামী লীগ ভোটে অংশ নিলেও এবারের নির্বাচনেও আসছে না বিএনপি। তবে বিএনপির বেশকিছু নেতা দলটি থেকে সরে গিয়ে তৃণমূল বিএনপি নামে নতুন দল গঠন করে এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে।
নিউজবাংলার বিভিন্ন জেলা প্রতিনিধির পাঠানো তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।