দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন।
রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সোমবার তাকে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহি।
বেশ কিছুদিন ধরেই রাজনীতির মাঠে আছেন তিনি। তবে সবচেয়ে বেশি সরব হয়েছেন সংসদ নির্বাচনকে ঘিরে।
রোববার নির্বাচনের আচরণবিধি ভাঙার ঘটনায় রাজশাহীর নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও দায়রা জজ মো. আবু সাইদের আদালতে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
সেখান থেকে বের হয়ে এক প্রশ্নের উত্তরে মাহিয়া মাহি সাংবাদিকদের বলেন, ‘ভোটের মাঠ এখন পর্যন্ত ভালো আছে। প্রতীক বরাদ্দের পর সম্পূর্ণভাবে নির্বাচনে মাঠে নামব। যদি মরে না যাই, বেঁচে থাকি, শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাব।’