সাভারে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে বাড়িওয়ালাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে টিকটকার এক তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাতে সাভারের দেওগাঁও খ্রিষ্টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো. ইব্রাহিম সাভারের দেওগাঁও খ্রিষ্টানপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। অভিযুক্ত রিয়া মনি ও তার স্বামী মো. বাবু আহতের বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া।
ঘটনার বিষয়ে আহতের ভাই মো. দিপু বলেন, ‘রিয়ামনি টিকটকে আসক্ত। শনিবার কথা কাটাকাটির এক পর্যায়ে রিয়ার স্বামী আমার ভাইকে ধরে আর রিয়া ছুরিকাঘাত করে তাকে গুরুতর আহত করে। আমার ভাই এখন হাসপাতালে মৃত্যুশয্যায়। কী কারণে আমার ভাইকে তারা ছুরিকাঘাত করেছে, সেটা এখনও জানতে পারিনি।’
সাভার মডেল থানার এসআই রাজু আহমেদ বলেন, ‘শনিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছুরিকাঘাতে আহতের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’