জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতামূলক ও অর্থবহ করার প্রচেষ্টার অংশ হিসেবে তার দল ২৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা সব বাধা অতিক্রম করে নির্বাচনে অংশ নিচ্ছি। কোনো চাপ নেই। চাপ থাকলে অন্য দলগুলোও যোগ দিত। আমরা একটি একক দল এবং আমরা নির্বাচনে আমাদের নিজস্ব রোডম্যাপ তৈরি করেছি।’
নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে চুন্নু বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করছে এবং আমরা এ বিষয়ে আশ্বস্ত। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং নির্বাচনকে অর্থবহ করতে তা অব্যাহত থাকবে।’
জাপা চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষ থেকে তিনি দলীয় প্রার্থীদের নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান। একইসঙ্গে আশা প্রকাশ করেন, গণতন্ত্র রক্ষা ও সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় জনগণ কাজ করবে।
চুন্নু বলেন, প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে ২৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাপা প্রার্থীদের দলের পক্ষ থেকে চিঠি দেয়া হচ্ছে।
‘নির্বাচনে আমরা লড়াই চালিয়ে যাব। ক্ষেত্রবিশেষে কিছু কৌশল থাকবে। এখন শেয়ার করতে চাই না। আমি আমার দলের কৌশল শেয়ার করব না।’
‘একটা কথা স্পষ্ট করে বলতে পারি, জাপা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছে। এখানে থেমে যেতে আসেনি।