বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিধি ভাঙায় ক্ষমা চাইলেন মাহি

  • প্রতিনিধি, রাজশাহী    
  • ১৭ ডিসেম্বর, ২০২৩ ১৫:২৩

মাহিয়া মাহি সাংবাদিকদের বলেন, ‘ভোটের মাঠ এখন পর্যন্ত ভালো আছে। আগামীকাল প্রতীক বরাদ্দের পর সম্পূর্ণভাবে নির্বাচনে মাঠে নামব। যদি মরে না যাই, বেঁচে থাকি, শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাব।’

আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে ক্ষমা চেয়েছেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে নিজ আইনজীবীকে সঙ্গে নিয়ে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও দায়রা জজ মো. আবু সাইদের আদালতে উপস্থিত হন তিনি।

গত শুক্রবার নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী-১ আসনের সংসদ সদস্য নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশনা দিয়েছিল নির্বাচন অনুসন্ধান কমিটি। কারণ দর্শানোর ব্যাখ্যা দিতে রোববার বেলা সাড়ে ১১টার দিকে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন মাহিয়া মাহি।

প্রায় ঘণ্টাখানেক শুনানি শেষে মাহিয়া মাহি সাংবাদিকদের বলেন, ‘আমি যেহেতু চলচ্চিত্র জগতের মানুষ তাই নির্বাচনি আচরণবিধি নিয়ে আমার মধ্যে কনফিউশন ছিল। আমি ভোটারদের সঙ্গে দেখা করেছি, তাদের দোয়া চেয়েছি।

‘এটাও যেহেতু নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে তাই আদালতের কাছে আমার বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছি, তাদের কাছে ক্ষমা চেয়েছি। আদালত আমাকে ক্ষমা করে কঠোরভাবে সতর্ক করেছেন। যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না হয়।’

এক প্রশ্নের উত্তরে মাহিয়া মাহি সাংবাদিকদের বলেন, ‘ভোটের মাঠ এখন পর্যন্ত ভালো আছে। আগামীকাল প্রতীক বরাদ্দের পর সম্পূর্ণভাবে নির্বাচনে মাঠে নামব। যদি মরে না যাই, বেঁচে থাকি, শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাব।’

এ বিভাগের আরো খবর