লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন।
উপজেলার দইখাওয়া সীমান্তে শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
আহত তিনজন হলেন হাতীবান্ধা উপজেলার রনি মিয়া, একই উপজেলার গেন্দুগুড়ি এলাকার শ্রী সুজন ও হাকিম মিয়া।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন দইখাওয়া বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক মো. বশির উল্লাহ জানান, উপজেলার দইখাওয়া বিওপি এলাকার সীমান্তের ৯০১ নম্বর পিলার থেকে দেড় শ গজ ভারতের অভ্যন্তরে বান্নিগড়া নামক স্থানে কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পারাপারের সময় ভারতীয় বড় মরিচা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছয় থেকে সাত রাউন্ড গুলি ছুড়লে তিনজন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে দুইজন পায়ে ও একজনের হাতে গুলি লাগে।
লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, ‘সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গরু পারাপারকারী আহতের বিষয়টি শুনেছি। নিরাপত্তার স্বার্থে সীমান্তে বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।’