বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানিকগঞ্জে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে বিক্রেতা নিহত

  • প্রতিনিধি, মানিকগঞ্জ   
  • ১৬ ডিসেম্বর, ২০২৩ ১১:০৬

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. হাবিল হোসেন জানান, শনিবার ভোরে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুনে সিলিন্ডার থেকে গ্যাস ভরছিলেন ব্যবসায়ী আনোয়ার হোসেন। ওই সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

মানিকগঞ্জে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

মানিকগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো ৫০ বছর বয়সী আনোয়ার হোসেন ফরিদপুরের কোতোয়ালী থানার আরোকান্দি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ভাসমান বেলুন ব্যবসায়ী ছিলেন। আহত ব্যক্তির নাম কবির হোসেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. হাবিল হোসেন জানান, শনিবার ভোরে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুনে সিলিন্ডার থেকে গ্যাস ভরছিলেন ব্যবসায়ী আনোয়ার হোসেন। ওই সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়। এতে কবির হোসেন নামের আরেক ব্যক্তি আহত হন। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো খবর