দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল- ২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া তানভীর হাসান ওরফে ছোট মনিরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির পর এ রায় দেন নির্বাচন কমিশন। আপিল শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত আছেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।
একই আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুস আলি তালুকদার ছোট মনিরের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল ফিলিং স্টেশনের চেয়ারম্যান থাকাকালীন জনতা ব্যাংক থেকে ১৪ কোটি ২১ লাখ ৭১ হাজার ৫১০ টাকা তছরুপ করার অভিযোগ আনেন। তার অভিযোগ ওই তথ্য হলফনামায় উল্লেখ করেননি ছোট মনির।
এ ছাড়া টাঙ্গাইল মডেল ফিলিং স্টেশনের প্রকল্প ব্যয় হিসেবে ২২ কোটি টাকা জনতা ব্যাংক থেকে গ্রহণ করলেও সে বিষয়ে হলফনামায় ছোট মনির উল্লেখ করেননি বলে অভিযোগ করা হয়।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি হয় শুক্রবার। ইসির রায়ের পর টাঙ্গাইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য ছোট মনিরের আসন্ন নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না।
প্রার্থিতা ফিরে পেয়ে ছোট মনির সাংবাদিকদের বলেন, আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছিল নির্বাচন কমিশনে, শুনানিতে তারা সেই অভিযোগ প্রমাণ করতে পারেনি। তাই ইসি আমার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছে।