বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

  • প্রতিনিধি, চুয়াডাঙ্গা   
  • ১৫ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৯

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ওসি জামিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যেও সর্বনিম্ন তাপমাত্রা। সামনে তাপমাত্রা আরও কমতে পারে।’

চুয়াডাঙ্গায় বেড়েই চলেছে শীতের তীব্রতা। শুক্রবার জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ওসি জামিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যেও সর্বনিম্ন তাপমাত্রা। সামনে তাপমাত্রা আরও কমতে পারে।’

হাড় কাঁপানো এ শীতে চুয়াডাঙ্গার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে।

হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। হিম বাতাসে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু, বৃদ্ধ আর ছিন্নমূল মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকে।

শীতে সময় মতো কাজে যেতে পারছেন না অনেকেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও কমে না শীতের দাপট। সরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু না হওয়ায় শীতে কষ্ট বেড়েছে হতদরিদ্রদের।

এ ছাড়া তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা হাসপাতালে ভিড় করছেন নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে।

গত ১০ দিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুসহ ১ হাজারের বেশি রোগী ঠান্ডাজনিত কারণে আউটডোরে চিকিৎসা নিয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আতাউর রহমান।

এ বিভাগের আরো খবর