বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাভারে মেটাল ওয়ার্কশপে বিস্ফোরণে নিহত ১

  • প্রতিনিধি, সাভার    
  • ১৪ ডিসেম্বর, ২০২৩ ২২:১১

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, সন্ধ্যার দিকে রাজাশন এলাকায় একটি ওয়ার্কশপে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর আসে। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্ঘটনায় লাগা সামান্য আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা।

ঢাকার সাভারে একটি মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার দক্ষিণ রাজাশন মোল্লা মার্কেট এলাকায় মিজানুর রহমানের মালিকানাধীন বিসমিল্লাহ মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক।

নিহত ১৮ বছর বয়সী রোমান মন্ডল পাবনার শরিফ মন্ডলের ছেলে। আহত মো. এনামুলের বাড়িও একই জেলায়। তারা দুজনেই ওই ওয়ার্কশপের শ্রমিক।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, সন্ধ্যার দিকে রাজাশন এলাকায় একটি ওয়ার্কশপে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর আসে। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্ঘটনায় লাগা সামান্য আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা।

তিনি বলেন, তবে বিস্ফোরণে ওয়ার্কশপটির একটি দেয়াল ভেঙে পড়েছে। প্রতিষ্ঠানটির রোমান নামে এক শ্রমিক দগ্ধ ও আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন। এনামুল নামে আরেকজনকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাহফুজুর রহমান জানান, এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে সেনাবাহিনী, পুলিশ, আনসারদের ব্যবহৃত বেল্ট, জুতা, হেলমপট মশারি ও বিছানার চাদর তৈরি করা হতো। এ কারণে তারা বয়লার ব্যবহার করতো। শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ হলে এই দুর্ঘটনা ঘটে।

এ বিভাগের আরো খবর