স্থানীরা জানান, রাতে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জার্তীয় পার্টির মনোনীত প্রার্থী আবুল হোসেনের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বাসায় আগুন লেগে যায়। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়দের নজরে পড়লে বড় কোনো ক্ষয়ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জার্তীয় পার্টির মনোনীত প্রার্থী আবুল হোসেনের বাড়িতে পেট্রলবোমা হামলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা ।
পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভূবন নগর এলাকায় বুধবার রাত পৌনে এগারটার দিকে আবুল হোসেন নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।
স্থানীরা জানান, রাতে প্রার্থীর বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বাসায় আগুন লেগে যায়। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়দের নজরে পড়লে বড় কোনো ক্ষয়ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী।
তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান তারা।