রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এ সময় তারা কার্যালয়ে নেতাকর্মী আসা নিয়ে পুলিশ শাসিয়ে গেছে বলেও অভিযোগ।
বিএনপির অফিশিয়াল ভেরিফায়েড মিডিয়া সেলে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে এ তল্লাশির ঘটনা ঘটে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘পুলিশের গুলশান জোনের এডিসির নেতৃত্বে গুলশান থানার ওসি ও অন্য কর্মকর্তাসহ নির্ধারিত পোশাকে এবং সাদা পোশাকে পুলিশের ১৫ সদস্যের একটি টিম রাতে কার্যালয়ে প্রবেশ করে নানা তল্লাশি চালায়।
‘১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অর্পণের জন্য এনে রাখা ফুলের তোড়াটি নিয়ে যায়। শুধু তাই নয়, আগামীকাল সকালে কেউ কার্যালয়ে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলেও শাসিয়ে যায়। প্রায় ১৫ মিনিট অবস্থানের সময় কার্যালয়ের বিভিন্ন কক্ষ পুলিশ ভিডিও করে নেয়।’
রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘এটা আমাদের নিয়মিত টহলের অংশ। আমরা তাদের বাধা দিইনি, বরং সাহায্য করতে গিয়েছিলাম।
‘এখনও আমরা বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আছি। তারা যাতে নির্বিঘ্নে প্রোগ্রাম করতে পারে, সে জন্য আমরা তাদের সাহায্য করছি।’