জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দলের কেউ নন বলে দাবি করেছেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু।
রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বুধবার এক প্রশ্নের জবাবে তিনি এমন দাবি করেন।
গণভবনে মঙ্গলবার সাক্ষাৎ শেষে জাপার সঙ্গে জোট না করতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন রওশন এরশাদ।
এর এক দিন পর চুন্নু বলেন, “উনাকে (রওশন এরশাদ) আমরা নির্বাচন করার জন্য আমন্ত্রণ করেছিলাম কি না, উনাকে, উনার ছেলেকে এবং আরেকজন—তিনজনকে, আপনারা সাক্ষী। আপনাদের মাধ্যমে বারবার বলেছি। উনার সঙ্গে আমার ব্যক্তিগত টেলিফোনে আলাপ হয়েছে। উনি নিজেই বলেছেন নির্বাচন করবেন এবং ফরম নেবেন। আমিও বলেছি যে, ‘ফরমটা আপনি নির্দেশ দিলে আপনার বাসায় দিয়ে আসব।’ উনি বলছেন, ‘না, লোক দিয়ে আনাব।’ আনাব করতে করতে আমরা রেডি ছিলাম।
“মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের আগের রাতে ১০টা পর্যন্ত আমরা ছিলাম অপেক্ষায়। তার পরে উনারা বললেন যে, প্রেস কনফারেন্সে নির্বাচনে যাবেন না। এখন দোষ কী আমার, আমার চেয়ারম্যানের নাকি তার, এটা আপনারা চিন্তা করবেন।”
জাতীয় পার্টিতে অনৈক্য নিয়ে এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ‘দলের কোনো লোক যদি নেতৃত্বের বাইরে যায়, তখন এটা অনৈক্য। দলের কোনো নেতৃত্ব তো বাইরে যায় নাই। উনি তো আমাদের প্রধান পৃষ্ঠপোষক। দলীয় কোনো পদ হোল্ড করেন না। কাজেই এই প্রশ্নটা তো এর মধ্যে খাটে না।’
রওশন দলের কেউ নন কি না জানতে চাওয়া হলে চুন্নু বলেন, ‘না, উনি দলের কেউ না। উনি দলের পৃষ্ঠপোষক; আলঙ্কারিক পদ। আবারও বলছি আলঙ্কারিক পদ।’
তিনি আরও বলেন, ‘দলের এক্সিকিউটিভ (নির্বাহী) কোনো উনার ক্ষমতা বা কোনো রকম অবস্থান নাই। দলের সিদ্ধান্ত নেয়ার বিষয়ে সাংগঠনিকভাবে উনার কোনো সুযোগ নাই।’