বুধবার নির্বাচন ভবনে শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন এই ঘোষণা দেয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মজিবুল হক চুন্নু প্রার্থিতা বৈধই ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার নির্বাচন ভবনে শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন এই ঘোষণা দেয়।
কিশোরগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক ঋণ খেলাপির অভিযোগ এনে চন্নুর প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। শুনানিতে কমিশন তার আবেদন নামঞ্জুর করে রায় দেয়।