ফ্রিজে পচা-বাসি মাছ, মাংস রেখে তা রান্না করে বিক্রির ঘটনায় কক্সবাজারের কয়লা রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ওই রেস্তোরাঁয় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন জানিয়েছে, ফ্রিজে পচা-বাসি ও ট্যাগ বিহীন খাবার রেখে বিক্রির করছিল রেস্তোরাঁটি।
এদিন কক্সবাজার শহরের লাবণী, সুগন্ধা ও সাংস্কৃতিক কেন্দ্রের আশে-পাশের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে অভিযান চালানো হয়।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুদ রানা বলেন, কয়লা রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও কয়েকটি রেস্তোরাঁকেও জরিমানা করা হয়।
অভিযানে জেলা প্রশাসনের সৈকত কর্মী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
জরিমানা গোনা কয়লা রেস্তোরাঁ এর আগে আলোচনায় এসেছিল এক প্লেইট ডালের দাম সাড়ে তিন শ টাকা রাখার ঘটনায়।