সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের পাশে নর্দমা থেকে এক ব্যাক্তির খন্ড-বিখন্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০ দিকে দুটি বস্তাবন্দি অবস্থায় এ মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, নর্দমায় প্রচন্ড দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশকে জানালে তারা সেখানে উপস্থিত হন। এরপর নর্দমার পাশে দুটি বস্তায় খন্ড খন্ড মরদেহ দেখতে পায়। রাত ১১ টায় পুলিশ বুর্যে অফ ইনভেস্টিগেশন সদস্যরাও সেখান থেকে আলামত সংগ্রহ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমসি কলেজের ছাত্রাবাসের পাশ দিয়ে বয়ে যাওয়া নর্দমার পাশে কে বা কারা দুটি বস্তা ফেলে যায়। পরে সেখান থেকে দুর্গন্ধ বের হলে সন্দেহবশত পুলিশকে খবর দেয়া হয়।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ দুটি বস্তা ভর্তি খন্ড -বিখন্ড মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় এবং কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে।’