দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির তৃতীয় দিন মঙ্গলবার ৯৮ প্রার্থীর মধ্যে ৬১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ প্রার্থিতা ফেরত পাননি ৩৫ জন। আর সিদ্ধান্ত জানানো হয়নি দুজনের বিষয়ে।
এ নিয়ে গত তিন দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১৬৮ জন।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে শুনানি।
প্রথম দিন রোববার ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। সেদিন ৩২ জনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। আর সিদ্ধান্ত হয়নি ছয়জনের বিষয়ে।
দ্বিতীয় দিন সোমবার ৫১ জন প্রার্থিতা ফিরে পেলেও অবৈধ হয় ৪১ জনের প্রার্থিতা। আর সিদ্ধান্ত হয়নি আটজনের বিষয়ে।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়ে।
১৫ ডিসেম্বর প্রার্থীদের আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।