বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জনাকীর্ণ গুলিস্তানে দুই ঘণ্টায় ২ বাসে আগুন

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১২ ডিসেম্বর, ২০২৩ ১২:৫৮

সরকারের পদত্যাগ, নির্বাচনের তফসিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা অবরোধ শুরু হয়েছে মঙ্গলবার সকাল ৬টায়। সারা দেশে শুরু হওয়া বিএনপির এই অবরোধ বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে।

রাজধানীর গুলিস্তানে দুই ঘণ্টায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরাা।

বিএনপির ডাকা সর্বশেষ দফার অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকাল ও দুপুরে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৯টা ৫৮ মিনিটে গুলিস্তানে স্টেডিয়ামের পাশে বাহন পরিবহনের একটি বাসে আগুনের খবর পেয়ে ১০টা ৪ মিনিটে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট পৌঁছে অগ্নিনির্বাপণ করে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ ছাড়া দুপুর সোয়া ১২টার দিকে গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে আরেকটি বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১২টা ৩৪ মিনিটে অগ্নিনির্বাপণ করে। এতে কেউ হতাহত হননি।

সরকারের পদত্যাগ, নির্বাচনের তফসিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা অবরোধ শুরু হয়েছে মঙ্গলবার সকাল ৬টায়। সারা দেশে শুরু হওয়া বিএনপির এই অবরোধ বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির মহাসমাবেশ এক পর্যায়ে পণ্ড হওয়ার পর থেকে চলছে অবরোধ-হরতাল। সর্বশেষ মঙ্গলবার থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ ঘোষণা করা হয়েছে।

হরতাল-অবরোধের মধ্যে প্রতিদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগুন-ভাঙচুরের খবর আসছে। সর্বশেষ দফার অবরোধ শুরুর আগের রাতেও গাড়িতে আগুন দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর