বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারায়ণগঞ্জে দুই প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৩

  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ    
  • ১২ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৬

পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন জানান, আহত আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়ার পর সেখানের কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। অন্য তিনজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে দুইটি প্রাইভেট কারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

উপজেলার কাঞ্চন সড়কের শিমু মার্কেট এলাকায় মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম, পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জের সিনিয়র পুলিশ সুপার (রূপগঞ্জ) আবির হোসেন জানান, রূপগঞ্জের কাঞ্চন থেকে দ্রুতগতিতে চলা ঢাকাগামী একটি প্রাইভেট কারের চাকা ব্লাস্ট হয়ে অন্য আরেকটি লেনের উপরে গিয়ে পড়ে, ওই সময় সেখানে অন্য আরেকটি প্রাইভেট কারের সামনে গিয়ে পড়লে দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আটজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে গাড়ির দরজা কেটে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন জানান, আহত আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়ার পর সেখানের কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। অন্য তিনজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জের সিনিয়র পুলিশ সুপার (রূপগঞ্জ) আবির হোসেন জানান, ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারগুলোকে জব্দ করে সরিয়ে নিচ্ছে হাইওয়ে পুলিশ। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার তদন্ত চলবে।

এ বিভাগের আরো খবর