বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিচারকের দিকে জুতা ছোড়ায় অভিযুক্ত তরুণী জামিনে মুক্ত

  • প্রতিনিধি, পঞ্চগড়   
  • ১২ ডিসেম্বর, ২০২৩ ১০:২৩

পঞ্চগড় জেলা জজ আদালত পুলিশের পরিদর্শক জামাল হোসেন বলেন, ‘ঘটনার পর মিনারা নামে ওই তরুণীর বিরুদ্ধে তাজুল ইসলাম নামে একজন কর্মচারী বাদি হয়ে সিআর মামলা করেন। এরপর ৫ হাজার টাকার বেল্ড বন্ডের মাধ্যমে তাকে জামিন করা হয়।’

বিচারকের দিকে জুতা নিক্ষেপের অভিযোগে এক তরুণীকে সাত ঘণ্টা আটক রাখার পর তাকে মুক্তি দিয়েছে পঞ্চগড় আদালত।

পঞ্চগড় জেলা জজ আদালত পুলিশের পরিদর্শক জামাল হোসেন সোমবার রাত ৮টার দিকে ওই তরুণীর জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

জামিনে মুক্তি পাওয়া ২৫ বছর বয়সী মিনারা আক্তার তার বাবার হত্যা মামলার বাদী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধে ওই তরুণীর বাবার হত্যা মামলায় আসামিদের জামিন দেয়ায় সকাল সাড়ে ১১টার দিকে পঞ্চগড়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালত-১ এর বিচারকের দিকে আদালতেই জুতা নিক্ষেপের এ ঘটনাটি ঘটে।

ঘটনার পর আটক করে প্রায় ৭ ঘণ্টা ওই তরুণীকে পুলিশি হেফাযতে রাখা হয়। সন্ধ্যায় আদালত অবমাননা ও হট্টগোল করার অভিযোগে তার বিরুদ্ধে সআর মামলা করা হয়।

মামলা পর মেজবা ওয়ানুল করিম বসুনিয়া ওরফে বাবু নামে একজন আইনজীবী ৫ হাজার টাকার বেল্ড বন্ডের মাধ্যমে নিজ জিম্মায় জামিন আবেদন করলে তা মঞ্জুর করে তাকে মুক্তি দেয় আদালত।

পুলিশ পরিদর্শক জামাল হোসেন বলেন, ‘ঘটনার পর মিনারা নামে ওই তরুণীর বিরুদ্ধে তাজুল ইসলাম নামে একজন কর্মচারী বাদী হয়ে সিআর মামলা করেন। এরপর ৫ হাজার টাকার বেল্ড বন্ডের মাধ্যমে তাকে জামিন করা হয়।’

তবে মিনারার পরিবার বিচারকের ওপর জুতা নিক্ষেপের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘টাকার বিনিময়ে বিচারক অন্যায়ভাবে আসামিদের জামিন দিয়েছে। এ ঘটনায় ক্ষোভে মিনারা আদালত প্রাঙ্গনে চিৎকারসহ আর্তনাদ করলে তাকে আটক করে আদালত কোর্ট পুলিশ।’

এর আগে গত ৫ ডিসেম্বর জমি নিয়ে বিরোধে মৃত্যু হয় মিনারার বাবা ইয়াকুব আলীর। ওই রাতেই মিনারা বাদি হয়ে ১৯ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। সোমবার প্রধান আসামসহ ৩ জন বাদে ১৬ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এ বিভাগের আরো খবর