সাভারের আশুলিয়ায় একটি চলন্ত বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, ‘সন্ধ্যায় চন্দ্রা থেকে ইতিহাস পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। এ সময় কবিরপুর এলাকায় পৌঁছালে বাসটিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি পুড়ে গেলেও কোনো হতাহতের খবর আমরা পাইনি।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের বরাতে আমরা জানতে পেরেছি, বাসটিতে বাইরে থেকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে বিস্তারিত জানতে পারিনি।’
এর আগে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া ও জিরানী এলাকায় দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।