চাঁপাইনবাবগঞ্জের বাজারে উঠেছে দেশি পেঁয়াজ। এ কারণে হঠাৎ বেড়ে যাওয়া পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
এক দিনের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ৪০ থেকে ৫০ টাকা।
জেলার পুরাতন বাজারে সোমবার দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ থেকে ১২০ টাকা। এক দিন আগেও যা ছিল ১৭০ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আসবে না, এমন খবরে ভোক্তা পর্যায়ে প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ কেনায় বাজারে বেড়েছিল পেয়াঁজের দাম। দেশি নতুন পেঁয়াজ বাজারে উঠেছে, সেইসঙ্গে এখন ক্রেতা কম তাই কমেছে পেঁয়াজের দাম।
আগামী কয়েক মাস দেশি পেঁয়াজ দিয়েই চাহিদা মেটানো সম্ভব বলে জানান ব্যবসায়ীরা।
চাঁপাইনবাবগঞ্জের কৃষি বিভাগ জানিয়েছে জেলায় এবার সাড়ে চার হাজার বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হয়েছে। অধিকাংশ জমিতেই ফলন হয়েছে ভালো। এখন পেঁয়াজ উঠতে শুরু করায় বাজারে সরবরাহ বেড়েছে দেশি পেঁয়াজের।