হবিগঞ্জের বাজারে পেঁয়াজ বিক্রি হবে ১২৫ টাকা কেজিতে, তবে কোনো ক্রেতা এক কেজির বেশি কিনতে পারবেন না।
জেলা প্রশাসক দেবী চন্দের কক্ষে রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত এক সভায় ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, হবিগঞ্জের বাজারে পাইকারি ১২০ টাকা এবং খুচরা ১২৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবেন ব্যবসায়ীরা, তবে পাইকারি ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীদের কাছে এক বস্তার বেশি পেঁয়াজ বিক্রি করবেন না।
আর খুচরা ব্যবসায়ীরা ভোক্তাদের কাছে এক কেজির বেশি পেঁয়াজ বিক্রি করবেন না।
জেলা প্রশাসক দেবী চন্দ বলেন, ‘ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পাইকারি ব্যবসায়ীরা ১২০ টাকা এবং খুচরা ব্যবসায়ীরা ১২৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবেন।
‘এ বিষয়ে ব্যবসায়ী নেতারা একমত হয়েছেন। এ ছাড়া এই সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার মাঠে কাজ করছে।’