রাজধানীর মহাখালীর রয়েল পেট্রল পাম্পে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রোববার রাত ৯টার দিকে মৃত্যু হয় ৪০ বছর বয়সী সালাউদ্দিন আহমেদের।
এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দুজনের প্রাণহানি হলো। এর আগে গত ৭ ডিসেম্বর দগ্ধ ৪০ বছর বয়সী আবুল খায়েরের মৃত্যু হয়েছিল।
গত ৬ ডিসেম্বর রাত আটটার দিকে রয়েল ফিলিং স্টেশনে গ্যাস পাইপে বিস্ফোরণে আটজন দগ্ধ হন, যাদের ভর্তি করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তরিকুল ইসলাম জানান, মহাখালীর বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারানো সালাউদ্দিনের দেহের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি আরও জানান, মহাখালীতে দগ্ধ আটজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।