চলতি সপ্তাহের মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সরকার পতনের এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচির দিন রোববার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর মহাসমাবেশের পর থেকে হরতাল, অবরোধের মতো কর্মসূচি পালন করে বিএনপি। তাতে পরিবর্তন এনে রোববার মানববন্ধন করে দলটি।
আগের বিভিন্ন সময়ে শুক্র, শনি ও মঙ্গলবার কর্মসূচি থেকে বিরত ছিল বিএনপি। এবার সোমবার বিরতি দিয়ে মঙ্গলবার থেকে অবরোধের ঘোষণা দিল দলটি।
কর্মসূচি ঘোষণার আগে দেয়া বক্তব্যে রিজভী বলেন, ‘বন্ধুরা আমার, সেই বাকশালের হাত থেকে গণতন্ত্রে উত্তরণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল শীর্ষ নেতৃবৃন্দ এবং হাজার হাজার সারা বাংলাদেশে নেতা-কর্মীদের মুক্তির দাবিতে যে এক দফা আন্দোলন, সেই এক দফা আন্দোলন চলমান।
‘আজকে মানববন্ধনের কর্মসূচি পালন করেছে বিএনপি। এখন এই এক দফার আন্দোলনে আবারও আগামী ১২ তারিখ, মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত একনাগাড়ে অবরোধ কর্মসূচি পালন করবে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আবারও ১২ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ছয়টা থেকে ১৩ তারিখ বুধবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করছি।’