আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের আগে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। পেঁয়াজ রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা আরোপ করার পরই বাংলাদেশের বাজারে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। এর প্রভাব পড়েছে উপকূলীয় জেলা বাগেরহাটেও।
একদিনের ব্যবধানে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত। যার ফলে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। সময়ের সঙ্গে সঙ্গে দাম আরও বাড়ছে। তবে বাগেরহাট জেলা প্রশাসন বলছে, পেঁয়াজের বাজার মনিটরিং করা হচ্ছে। সেই সঙ্গে অভিযানও চালানো হবে।
বাগেরহাট শহরের কাঁচা বাজারের খুচরা বিক্রেতা ছত্তার শেখ বলেন, ‘পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে শুক্রবার রাত থেকে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। এর মধ্যে বৃহস্পতিবারও দেশি পেঁয়াজের দাম ছিল ১২০ টাকা যেটা বর্তমানে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া ভারতীয় পেঁয়াজের দাম ছিল ১০০ টাকা যেটা বর্তমানে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে কেজি প্রতি ১০০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। এ ছাড়া বাজারে দেশি পেঁয়াজ পাওয়াই যাচ্ছে না।’
বাজারে পেঁয়াজ কিনতে আসা আমির হোসেন রনি বলেন, ‘বৃহস্পতিবার যে পেঁয়াজ ১০০ টাকা দিয়ে কিনেছি, আজ সেই পেঁয়াজ ২০০ টাকা দাম। সব সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে। এভাবে চলতে থাকলে আমরা মধ্যবিত্তরা কোথায় যাব। আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।’
শহরের রিকশাচালক সরোয়ার শেখ বলেন, ‘সারাদিন রিকশা চালিয়ে ৫০০ থেকে ৬০০ টাকা ইনকাম করি। সেখানে ২০০ টাকা যদি পেঁয়াজের পেছনে ব্যয় করতে হয়, তাহলে অন্যান্য বাজার-সদাই কিনব কী করে। আমরা বাঁচব কী করে। ছেলে-মেয়েদের মুখে খাবার তো তুলে দিতে হবে। আমাদের তো বাঁচতে হবে।’
বাগেরহাট শহরের কাঁচাবাজার এলাকার আড়তদার কামরুল সর্দার বলেন, ‘আড়তদার যে সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বৃদ্ধি করেছে বিষয়টা এরকম নয়, আমরা সাতক্ষীরা ও খুলনা থেকে পেঁয়াজ সংগ্রহ করি। গত পাঁচদিন আগে থেকেই পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। এখানে রাতারাতি পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হয়েছে এমনটাও বলা যায় না।
‘গতকাল আমার আড়তে খুলনা, সাতক্ষীরার মোকাম থেকে পেঁয়াজ সংগ্রহ করা হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। মোকামে দেশি পেঁয়াজ মিলছে এজন্য খুচরা বাজারেও দেশি পেঁয়াজের দেখা নাই। এখানে আড়তদার ও খুচরা বিক্রেতাদের কোনো দোষ নাই।’
বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন বলেন, ‘হঠাৎ করে সারা দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত বেড়েছে বলে শুনেছি। আমরা বাজার মনিটরিং করছি। রোববার থেকে বাজারে অভিযান চালানো হবে।’