ফরিদপুরের নগরকান্দায় ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে তিন দিনের টানা বর্ষণে ডুবে গেছে খেতের ফসল। এতে বীজতলাসহ খেত পানিতে ডুবে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁয়াজ চাষ। পানিতে তলিয়ে যাওয়া ৭০ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন কৃষকরা। এতে করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার দুশ্চিন্তা তাদের কপালে।
নগরকান্দা গ্রামের কৃষক মো. আহাদ হোসেন বলেন, ‘টানা বৃষ্টিতে আমাদের খেতের পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। হালি পেঁয়াজ পচে যাওয়ার ভয়ে কাদার মধ্যেই চারা রোপন করছি। এতে করে আমরা আর্থিক ক্ষতির মুখে পড়ব।’
একই এলাকার কৃষক ফরহাদ শেখ বলেন, ‘এনজিও থেকে লোন তুলে পেঁয়াজের চারা রোপন করেছি। তিন দিনের বৃষ্টিতে আমার রোপনকৃত সব চারা ডুবে গেছে, আমি এখন কী করব? কীভাবে এনজিওর টাকা শোধ করব?- ভেবে পাচ্ছি না।’
নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ বলেন, ‘টানা বৃষ্টিতে উপজেলার প্রায় সাড়ে তিন শ’ হেক্টর জমির মুড়িকাটা পেঁয়াজ ও চল্লিশ হেক্টর জমির হালি পেঁয়াজ বৃষ্টির পানিতে আক্রান্ত হয়েছে। কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের জমি থেকে পানি নামিয়ে দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।’
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এ বছর প্রায় ৮ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছে। তবে বৃষ্টিতে এভাবে নষ্ট হয়ে গেলে আগামী মৌসুমে পেঁয়াজের বাজারে অস্থিরতা তৈরি হতে পারে বলে ধারণা কৃষকদের।