বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বতন্ত্র প্রার্থীকে স্বেচ্ছাসেবক লীগ নেতার হুমকি, ভিডিও ভাইরাল

  •    
  • ৬ ডিসেম্বর, ২০২৩ ২২:৩১

বক্তব্যে লিটন সরকার বলেন, ‘আমি আজকে বলতে চাই, তুই কত বড় সেনা (সেয়ানা) হইছত, কত বড় গুণ্ডা হইছত! তুই তো বিদ্রোহী প্রার্থী; মুর্খের মতো মূর্খ ব্যাখ্যা দিস। আমি তর বাড়িতে গিয়া তরে ধরমু।’

নির্বাচনি সভায় গিয়ে কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকারের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায় আজাদকে উদ্দেশ্যে লিটন সরকার বলেছেন, ‘বাঘের থাবা থেকে বাঁচার ক্ষমতা আছে, কিন্তু রাজী ফখরুলের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারও নেই। রাজী ফখরুল তো পরের কথা আগে আমাদের থাবা থেকে বাঁচ! আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আরে কম্পিটিশন তো দূরের কথা, জামানতই থাকত না। আমার আর আবু কালামের (আবুল কালাম আজাদ) এক সেন্টার (ভোটকেন্দ্র)। তোর ক্ষমতা থাকলে তোর ইউনিয়নে পারলে আমার সামনে দাঁড়া।’

গত মঙ্গলবার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে একটি আলোচনা সভায় এ বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিটন সরকার। বক্তব্যের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বক্তব্যে লিটন সরকার আরও বলেন, ‘আমি আজকে বলতে চাই, তুই কত বড় সেনা (সেয়ানা) হইছত, কত বড় গুণ্ডা হইছত! এই আবুল কালাম, তুই কবে ছাত্রলীগ করছত? কবে যুবলীগ করছত? কবে আওয়ামী লীগ করছত? নৌকার বিরুদ্ধে নির্বাচন করতাছত। তুই এটা বুজছ না- কোনটা ডামি প্রার্থী, কোনটা স্বতন্ত্র প্রার্থী আর কোনটা বিদ্রোহী প্রার্থী। তুই তো বিদ্রোহী প্রার্থী; মুর্খের মতো মূর্খ ব্যাখ্যা দিস। আমি তর বাড়িতে গিয়া তরে ধরমু। মুখ খারাপ করে লাভ নাই।

‘তোর রাজী মুন্সীর আন্ডাত (অন্ডকোষে) আলগি দেয়ার ক্ষমতা আছেনি? এটা সিম্পল বিষয়। রাজী মোহাম্মদ ফখরুলের পৈত্রিক যা সম্পত্তি আছে, এটার কোনাডা কেনার মতো তোর ক্ষমতা নাই। তুই তো ছাগলের আট নম্বর বাচ্চা।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ বলেন, ‘তার এ বক্তব্যের পর আমার একজন মেম্বারকে বেধড়ক পিটিয়েছে লিটন সরকারের সন্ত্রাসী বাহিনী। এ ছাড়া গতকাল রাতে তার সন্ত্রাসী বাহিনীর সদস্য বিল্লাল ও হুমায়ুনের নেতৃত্বে রাজামেহার ইউপি চেয়ারম্যানের ছেলে সিফাতকে রাস্তায় একা পেয়ে কুপিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য ও অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমার বিশ্বাস প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ছাড়া জনগণ ভোটের সুষ্ঠু পরিবেশ পেলে আমাকে ভোট দিয়ে জয়ী করবে।’

এ বিষয়ে লিটন সরকার নিউজবাংলাকে বলেন, ‘আমি আবুল কালামের আগে দেয়া বক্তব্যের প্রতিবাদ করেছি। ভিডিওতে আমার বক্তব্য কিছুটা এডিটের পর প্রকাশ করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর