রাজধানীর মহাখালীর রয়েল সি এনজি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা দগ্ধ হয়েছেন আটজন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।
বুধবার রাত ৮টার দিকে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ২৮ বছর বয়সী মামুন শেখ, ৩০ বছর বয়সী মো. রানা, ২৬ বছর বয়সী জীবন, ৪৫ বছর বয়সী সালাউদ্দিন, ৩২ বছর বয়সী আমির হোসেন, ৫০ বছর বয়সী কামাল হোসেন, ৪০ বছর বয়সী আবুশ খায়ের এবং ২৪ বছর বয়সী মাসুম।
দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা পাশের এবি সিএনজি পাম্পের ম্যানেজার শহিদুল ইসলাম জানান, এদের মধ্যে আবুল খায়ের পাম্পের ইঞ্জিনিয়ার ও আমির হোসেন পাম্পের ক্যাশিয়ার। তবে তারা সবাই পাম্পের কর্মচারী।
রাত ৮টার দিকে গ্যাস লাইনে কাজ করার সময় তখন পাম্পের ভেতর মেইন লাইনের গ্যাস পাইপে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, মহাখালী সিএনজি পাম্প স্টেশনে বিস্ফোরণে ৮ জন দগ্ধ পেশেন্ট শেখ হাসিনা বার্ন ইউনিটে এসেছে। তাদের সকলের ইনহেলিসন বান্ড রয়েছে। সামান্য কাটাছেঁড়া ইনজুরি রয়েছে। এদের মধ্যে মোহাম্মদ মাসুমের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে, আমির হোসেনের ৩৫ শতাংশ, কামাল আবেদিনের ১৫ শতাংশ এবং মোহাম্মদ সালাউদ্দিনের শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিরা সামান্য দগ্ধ হয়েছেন।