বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে সাভারের আশুলিয়ায় ইতিহাস পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
যাত্রী সেজে থাকা কেউ এ বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করছে পুলিশ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকালে ইতিহাস পরিবহনের একটি বাস চন্দ্রা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ১০টার দিকে বাসটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায়। ওই সময় স্থানীয় লোকজন বাসের আগুন দ্রুত নিভিয়ে ফেললে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাদরুজ জামান বলেন, ‘পুড়ে যাওয়া বাসটি সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। বাসে কেউ যাত্রীবেশে আগুন লাগিয়েছে বলে প্রাথমিক ধারণা। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’