আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দুই হাজার ৭১৬ জন।
ওই প্রার্থীদের মধ্যে ১ হাজার ৯৮৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ৭৩১ জনের।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম সোমবার রাতে এসব তথ্য জানান।
ইসি প্রকাশিত তালিকা থেকে জানা যায়, চট্টগ্রাম অঞ্চলে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৯৮ জন। তাদের মধ্যে মনোনয়নপত্র বাতিল হয় ৪৪ জনের। মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে ১৫৪ জনের।
কুমিল্লা অঞ্চলে ৩৫৫ জন মনোনয়নপত্র জমা দেন, যাদের মধ্যে ১২০ জনের মনোনয়নপত্র বাতিল ও ২৩৫ জনের বৈধ ঘোষণা করা হয়েছে।
সিলেট অঞ্চলে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৬০ জন, যাদের মধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে ৩৫ জনের মনোনয়নপত্র। আর বৈধ ঘোষণা করা হয়েছে ১২৫ জনের প্রার্থিতা।
ফরিদপুর অঞ্চলে ১০৩ প্রার্থীর মধ্যে ২৩ জনের মনোনয়ন বাতিল ও ৮০ জনের বৈধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা অঞ্চলের ৪৩১ প্রার্থীর মধ্যে ১১৪ জনের মনোনয়ন বাতিল ও ৩১৭ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
রাজশাহী অঞ্চলে ৩৬৯ প্রার্থীর মধ্যে ১১০ জনের প্রার্থিতা বাতিল ও ২৫৯ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে।
বরিশাল অঞ্চলে ১৭৩ প্রার্থীর মধ্যে ৩৮ জনের মনোনয়ন বাতিল ও ১৩৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
খুলনা অঞ্চলের ৩২২ প্রার্থীর মধ্যে ৯৪ জনের মনোয়ন বাতিল ও ২২৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
ময়মনসিংহ অঞ্চলের ৩২৭ প্রার্থীর মধ্যে ৮৪ জনের মনোনয়ন বাতিল ও ২৪৩ জনের বৈধ ঘোষণা করা হয়েছে।
রংপুর অঞ্চলে ২৭৮ জনের মধ্যে ৬৯ জনের মনোনয়ন বাতিল ও ২০৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।