বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্বাচন নিয়ে বিদেশিদের চাপ নেই: ইসি আলমগীর

  • প্রতিনিধি, নেত্রকোনা   
  • ৪ ডিসেম্বর, ২০২৩ ১৯:০৫

সাংবাদিকদের উদ্দেশে কমিশনার আলমগীর বলেন, ‘নির্বাচনের দিন সাংবাদিকরা ভোটকক্ষের ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন, তবে ভোটকক্ষে ১০ মিনিটের বেশি সময় অবস্থান করতে পারবেন না।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশিদের কাছ থেকে কোনো রকম চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ ও অবাধ করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিদেশিদের কাছ থেকে কোনো রকম চাপ নেই, তারা আমাদের প্রস্তুতি দেখে সন্তুষ্ট। তারা আমাদের বন্ধু ও উন্নয়ন সহযোগী।’

নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সোমবার বিকেলে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘তারা বিভিন্ন সময়ে আমাদের কিছু পরামর্শ দিয়ে থাকেন। তাদের ভালো পরামর্শগুলো আমরা গ্রহণ করি। আবার প্রযোজ্য না হলে সেটি গ্রহণ করি না।’

সাংবাদিকদের উদ্দেশে কমিশনার আলমগীর বলেন, ‘নির্বাচনের দিন সাংবাদিকরা ভোটকক্ষের ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন, তবে ভোটকক্ষে ১০ মিনিটের বেশি সময় অবস্থান করতে পারবেন না।

‘তারা চাইলে কেন্দ্রের প্রাঙ্গণ থেকে সরাসরি ভিডিও সম্প্রচার করতে পারবেন। এমনকি ভোট গণনার সময়ও তারা উপস্থিত থাকতে পারবেন। যানবাহন হিসেবে তারা বৈধ মোটরসাইকেলও ব্যবহার করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনি কর্মকর্তারা প্রার্থীদের এজেন্টদের সামনেই ভোট গণনা করে ফলাফল ঘোষণা করবেন এবং তাদের স্বাক্ষর নিয়ে কেন্দ্রে ফলাফল টানিয়ে দেবেন।

‘প্রার্থীরা যাতে বাধাগ্রস্ত না হন, ঠিকমতো এজেন্ট দিতে পারেন এবং প্রত্যেক ভোটার যাতে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারেন সে বিষয়ে রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হচ্ছে।’

সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘এ ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে অতীতে সব নির্বাচনে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে। এবারও তা হতে পারে।’

নতুন করে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি এখন আইনি বাধা হতে পারে। আইন পর্যালোচনা ছাড়া এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’

প্রশাসনের রদবদলে কোনো রকম বিশৃঙ্খলার আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যৌক্তিক কারণেই প্রশাসনের কর্মকর্তাদের রদবদল করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে তা সম্পন্ন হবে। তারা এ মাটিরই সন্তান এবং প্রত্যেকে চৌকস ও মেধাবী। কাজেই এ রদবদলে নির্বাচনি পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না।’

এ বিভাগের আরো খবর