চট্টগ্রামের পৃথক স্থানে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে এক বাসের চালক দগ্ধ হয়েছেন।
রোববার রাতে নগরীর আকবরশাহ ও দামপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে বলে পুলিশের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
রাত পৌনে দশটার দিকে নগরীর দামপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিল্যাক্স পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামি জোনের সহকারী কমিশনার বেলায়েত হোসেন বলেন, ‘দাঁড়িয়ে থাকা বাসটির চালক তার আসনে ছিলেন৷ তার পাশে থাকা ছোট্ট জানালাটিও খোলা ছিল। রাত পৌনে দশটার দিকে পাশ দিয়ে যাওয়া একটি মোটরসাইকেল থেকে ওই জানালা দিয়ে আগুনযুক্ত কিছু একটা ছুড়ে মারে। এতে চালক কিছুটা দগ্ধ হলেও বাসের খুব একটা ক্ষতি হয়নি। আগুন ছড়াতে পারেনি।’
অন্যদিকে রাত সাড়ে নয়টার দিকে নগরীর আকবরশাহ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এই বিষয়ে সিএমপির পশ্চিম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-পশ্চিম) শেখ সাব্বির হোসেন বলেন, ‘বাসটির ভেতরে কেউ আগুন দিয়ে বেরিয়ে পড়ে। এতে কেউ দগ্ধ না হলেও বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এনেছে।’
দুটি ঘটনায় জড়িতদের চিহ্নিত ও আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান বাহিনীটির সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা।