বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেখ হাসিনার সঙ্গে ১৪ দল নেতাদের বৈঠক সোমবার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৩ ডিসেম্বর, ২০২৩ ২২:৪৭

বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে, তা জানাননি দুই নেতার কেউই, তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জোটের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কথা বলবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চৌদ্দদলীয় জোটের শরিক দলগুলোর নেতাদের বৈঠক হবে সোমবার সন্ধ্যায়।

জোটের শরিক জাতীয় পার্টি তথা জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু রোববার রাতে নিউজবাংলাকে জানান, সন্ধ্যা ছয়টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের শরিকদের বৈঠক অনুষ্ঠিত হবে।

১৪ দলের আরেক শরিক কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডক্টর ওয়াজেদুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘আগামীকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে জোটের বৈঠক হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জোটের শরিক দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।’

বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে, তা জানাননি দুই নেতার কেউই, তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জোটের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কথা বলবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এ বিভাগের আরো খবর