বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোকতাদিরের শক্ত প্রতিদ্বন্দ্বী ওলিওর মনোনয়নপত্র বাতিল

  • প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া   
  • ৩ ডিসেম্বর, ২০২৩ ২২:৩১

মনোনয়ন বাতিল হওয়ার পর ফেসবুক লাইভে এসে আইনিভাবে মনোনয়ন ফিরিয়ে আনতে সমর্থকদের প্রতিশ্রুতি দেন লায়ন ফিরোজুর রহমান ওলিও। তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। আমি নির্বাচন কমিশন থেকে মনোনয়ন বৈধ করে নিয়ে আসব।’

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বর্তমান সংসদ সদস্য মোকতাদির চৌধুরীর শক্ত প্রতিদ্বন্দ্বী লায়ন ফিরোজুর রহমান ওলিওর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তিনিসহ জেলার ছয়টি আসনের মোট ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনকারীদের জাল স্বাক্ষর, আবেদন ও আয়ের বিবরণীতে অমিল, ঋণখেলাপী এবং নিজেই সমর্থনকারী নিজেই প্রস্তাবকারীর মতো কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুমা আক্তার ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এ. টি. এম. মনিরুজ্জামান সরকার; ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, কাজী জাহাঙ্গীর ও জহিরুল ইসলাম চৌধুরী; ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জাকের পার্টির বজলুর রহমান; ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মোস্তাক ও নজরুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে শফিকুল ইসলাম।

এদিকে মনোনয়ন বাতিল হওয়ার পর ফেসবুক লাইভে এসে আইনিভাবে মনোনয়ন ফিরিয়ে আনতে সমর্থকদের প্রতিশ্রুতি দেন লায়ন ফিরোজুর রহমান ওলিও।

খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে লায়ন ফিরোজুর রহমান ওলিওকে নৌকার টিকিট পাওয়া বর্তমান সংসদ উবায়দুল মোকতাদির চৌধুরীর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আমলে নিয়েছেন ভোটাররা। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লায়ন ফিরোজুর রহমান ওলিও সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দেন। নির্বাচনে অংশগ্রহণ করতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়েন তিনি।

লাইভে এসে ওলিও বলেন, ‘পরিকল্পিতভাবে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। আমি নির্বাচন কমিশন থেকে মনোনয়ন বৈধ করে নিয়ে আসব।’

তিনি বলেন, ‘যখন মনোনয়ন অবৈধ করা হলো তখন আমি কথা বলতে চেয়েছিলাম; আমাকে কথা বলতে দেয়া হয়নি। রিটার্নিং কর্মকর্তা বলেছেন, আপিলের মাধ্যমে আমাকে কথা বলতে হবে। আমার ১ শতাংশ ভোটারের স্বাক্ষর তালিকা থেকে একটি স্বাক্ষর বাতিল করা হয়েছে। কিন্তু যে ভোটারের স্বাক্ষর বাতিল করা হয়েছে, তাকে আটকিয়ে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষরটি ভূয়া বলে শিকার করানোর অভিযোগ রয়েছে। তাদের যা ভালো লাগে করুক, আমার সমর্থকরা ধৈর্য ধারণ করুন।’

ব্রাহ্মণবাড়িয়া রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহগীর আলম জানান, রোববার ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এই ৬টি আসনে ৫৫ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে ৪৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এ বিভাগের আরো খবর