বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: নোয়াখালী -১ আসনে আওয়ামী লীগ প্রার্থীকে শোকজ

  • প্রতিনিধি, নোয়াখালী   
  • ৩ ডিসেম্বর, ২০২৩ ২০:৩১

নোয়াখালী -১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম ইব্রাহীম বলেন, ‘আমার কাছে নোটিশ এখনো পৌঁছায় নাই। একজন আমাকে জানিয়েছেন। কিসের জন্য নোটিশ দিয়েছে এখনো পুরোপুরি বলতে পারবো না।’

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোয়াখালী -১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম ইব্রাহীমকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

নোয়াখালী -১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকবর হোসেন রোববার এ নোটিশ দেন।

এর ফলে বুধবার সকাল ১১ টায় অনুসন্ধান কমিটির কার্যালয়ে প্রার্থীকে স্বশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

ওই নোটিশে উল্লেখ করা হয়, শুক্রবার সন্ধ্যায় চাটখিল উপজেলার পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী প্রচারণামুলক বক্তব্য প্রদান করেছেন সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম।

এছাড়াও উপস্থিত নেতা-কর্মীরা তার উপস্থিতিতে ভোট প্রার্থনা করে বক্তব্য প্রদান করেন। যা বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার হয় এবং অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(গ) ও ১২ লঙ্ঘন হয়েছে।

নোটিশের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, উপসচিব (আইন), নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নোয়াখালী -১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম ইব্রাহীম বলেন, ‘আমার কাছে নোটিশ এখনো পৌঁছায় নাই। একজন আমাকে জানিয়েছেন। কিসের জন্য নোটিশ দিয়েছে এখনো পুরোপুরি বলতে পারবো না।’দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করে নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে ওই কমিটি ইসিকে প্রতিবেদন দেবে।

এ বিভাগের আরো খবর