বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘অসত্য তথ্য’ দেয়ায় মাহির মনোনয়ন বাতিল

  • প্রতিনিধি, রাজশাহী    
  • ৩ ডিসেম্বর, ২০২৩ ১২:১৪

রাজশাহী জেলা প্রশাসক জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, ‘চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে সব ভোটারদের নামের তালিকা ও স্বাক্ষর প্রদান করা হয়েছিল সেগুলো যাচাই-বাছাই করে সঠিক পাওয়া যায়নি। সাধারণত কোনো প্রার্থীর ১০ জন ভোটার যাচাই-বাছাই করা হয়। চিত্রনায়িকা মাহিয়া মাহির সে ১০ জন ভোটারের তথ্য যাচাই-বাছাইকালে সাতজনের তথ্য সঠিক পেলেও তিনজনের তথ্য পাওয়া যায়নি।’

রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার সকালে রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রাজশাহী জেলা প্রশাসক জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে সব ভোটারদের নামের তালিকা ও স্বাক্ষর প্রদান করা হয়েছিল সেগুলো যাচাই-বাছাই করে সঠিক পাওয়া যায়নি। সাধারণত কোনো প্রার্থীর ১০ জন ভোটার যাচাই-বাছাই করা হয়। চিত্রনায়িকা মাহিয়া মাহির সে ১০ জন ভোটারের তথ্য যাচাই-বাছাইকালে সাতজনের তথ্য সঠিক পেলেও তিনজনের তথ্য পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘এই তিনজনের মধ্যে দুজনের তথ্য সঠিক ছিল না। এ ছাড়াও একজন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোটার। তাই তার স্বতন্ত্র প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।’

এ বিষয়ে মাহিয়া মাহির বক্তব্য নেয়ার জন্য একাধিক বার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর