বিএনপি থেকে এবার জেলা পর্যায়ের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার দুপুরে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত তিন বিএনপি নেতা হলেন- বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ ও মধুপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার আনোয়ারুল হক।
প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কারণ হিসেবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয় এবং দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করার কথা জানান হয়।
বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুছের বহিষ্কারের বিষয়টি বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ শনিবার দুপুর ১২টায় ও বাকি দুজনের বিষয়ে দুপুর ২টায় প্রেস বিজ্ঞপ্তির ছবি প্রকাশ করে।