নির্বাচন নিয়ে কোথাও কোনো সংঘাত বা বিশৃঙ্খলা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইসি যে সিদ্ধান্ত নেবে, তার প্রতি আওয়ামী লীগের আস্থা আছে।
রাজধানীর ধানমন্ডিতে শনিবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি হরতাল, অবরোধ, আগুন-সন্ত্রাস করে জনগণকে নির্বাচনবিমুখ করতে পারেনি। জনগন পুরোপুরি নির্বাচনমুখী হয়ে পড়েছে। এ নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটার উপস্থিতি হবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ঠেকাতে বিএনপি যে অপচেষ্টা করেছিল তা এখনও অব্যাহত আছে। বাংলাদেশের জনগন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারা আরেকটি বিজয়ের বন্দরে পৌঁছাতে চায়। এ জন্য তারা ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে।
তিনি বলেন, ‘বিএনপির নেতৃত্বের দলটির নেতা-কর্মীরা হতাশ, আস্থা হারিয়ে ফেলেছে। এ থেকেই দলটির সাবেক ও বর্তমান নেতারা নির্বাচনে অংশ নিয়েছেন। কাজেই অংশগ্রহণ নির্বাচন বলতে যা বোঝায়, ২৯টি নিবন্ধিত দল অংশ নিয়েছে।’
তৃণমূল বিএনপির সবাই বিএনপির লোক উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির সর্বনাশা ভুলনীতির জন্য দলে বিভেদ সৃষ্টি হয়েছে। বিএনপির নেতৃত্বের ওপর হতাশ হয়ে অনেকেই নির্বাচন করেছেন। বিএনপির কেউ দল পরিবর্তন করলে সেটা তার ব্যক্তিগত বিষয়।’
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিমসহ আরও অনেকে।