বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যাগে ছিনতাইকারীর টান, পড়ে গিয়ে পা ভাঙল স্কুলশিক্ষিকার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২ ডিসেম্বর, ২০২৩ ১১:৫৪

রমনা থানার এসআই মিজানুর রহমান বলেন, ‘আমি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে আহত ওই শিক্ষিকার জবানবন্দি নিয়েছি। আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

রাজধানীর রমনায় ছিনতাইয়ের শিকার হয়েছেন উদয়ন স্কুলের এক শিক্ষিকা। ওই সময় রিকশা থেকে পড়ে তার ডান পা ভেঙে গেছে।

রমনার মৎস্য ভবন ও কাকরাইলের মাঝামাঝি স্থানে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহত ৪৭ বছর বয়সী মাহমুদা বেগম শিমু উদয়ন স্কুলের গার্হস্থ্য অর্থনীতির শিক্ষিকা। তিনি হাজারীবাগের গণকটুলি এলাকার বাসিন্দা।

আহত শিক্ষিকা মাহমুদা বেগম বলেন, ‘আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারপতি আবু আহমেদ জমাদ্দারের শ্যালকের স্ত্রী আমি। শুক্রবার দুপুরের দিকে পারিবারিক অনুষ্ঠানে আমরা কাকরাইল বিচারপতির বাসভবনে রিকশায় যাচ্ছিলাম। তখন পেছন দিক থেকে হেলমেট পরা অবস্থায় দুজন বাইক আরোহী এসে আমার হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি থাবা মেরে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

‘ওই সময় আমি রিকশা থেকে পড়ে গিয়ে আমার ডান পা এবং বাম হাতে গুরুতর আঘাত পাই। পরে আমার স্বামী ও স্বজনরা খবর পেয়ে আমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে চিকিৎসকরা এক্সরে ও পরীক্ষা-নিরীক্ষা করে জানান আমার ডান পায়ের হাড় ভেঙে গেছে এবং বাম হাতেও ফ্যাকচার হয়েছে।’

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘আমি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে আহত ওই শিক্ষিকার জবানবন্দি নিয়েছি। আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

এ বিভাগের আরো খবর